হোজাই জেলায় ‘হোজাই দৰ্পণ'-এর সাংবাদিককে বালি মাফিয়াদের প্ৰাণে মারার হুমকি
হোজাইয়ের সংবাদদাতাঃ হোজাই শহর থেকে প্ৰকাশিত বাংলা সাপ্তাহিক ‘হোজাই দৰ্পণ' প্ৰথম থেকেই হোজাই জেলার বিভিন্ন দুৰ্নীতি, অসামাজিক কাৰ্যকলাপ প্ৰকাশ করে চলেছে। হোজাইয়ের এই সাপ্তাহিক পত্ৰিকাটি রাজ্যের নজর কেড়েছে। সম্প্ৰতি এই কাগজটির এক সাহসী সাংবাদিক বন বিভাগের অন্তৰ্গত বিভিন্ন বালি মহলের খবর সংগ্ৰহ করতে গিয়ে দেখেছে ডবকা, লংকা, নীলবাগান প্ৰভৃতি অঞ্চল থেকে বিনা চালানে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ট্ৰাকগুলি গন্তব্যস্থলে যাচ্ছে। বালি মহলের এই ব্যাপক দুৰ্নীতির খবর করতে গিয়ে ‘হোজাই দৰ্পন'-এর লংকার করেসপণ্ডেণ্ট দলজিৎ সিংকে বালি মাফিয়ারা হত্যার হুমকি দিয়েছে। এই বিষয়টি নগাঁও সাউথ ডিভিশনের ডিএফও নজরে দেওয়া হয়েছে। রাজ্যে সরকারের গৃহমন্ত্ৰালয়ের যুগ্ম সচিবের কাছে অভিযোগ দায়ের করেছেন, সাপ্তাহিকটির সম্পাদক সঞ্জিত সরকার। গৃহমন্ত্ৰালয়ের যুগ্ম সচিব হোজাই জেলার পুলিশ সুপারকে লিখিতভাবে নোট দিয়ে নিৰ্দেশ দিয়েছেন, সাংবাদিকের জীবন সম্পত্তির নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। ঐ অভিযোগ পত্ৰে সম্পাদক গৃহমন্ত্ৰালয়ের যুগ্ম সচিবের কাছে অভিযোগ করে বলেছেন, ‘গত ১ আগষ্ট সকালে দলজিৎ সিং বন্ধুকে সঙ্গে নিয়ে লংকা থেকে হোজাই আসছিল, সেই সময় অশোক চৌবে, অমিত, দেবব্ৰত যাদের সঙ্গে বালি মাফিয়ার গভীর সম্পৰ্ক আছে, তারা বাইককে ঘিরে সাংবাদিক দলজিৎ সিং এবং তার বন্ধুকে প্ৰাণে মারার হুমকি দিয়ে শারীরিকভাবে হেনস্তা করে।' বালি মাফিয়ারা সাংবাদিকদের বিরুদ্ধে শঙ্করদেব থানায় অভিযোগ দায়ের করেছে। এই বালি মাফিয়া চক্ৰের সঙ্গে রাজনৈতিক নেতাদের সম্পৰ্ক আছে বলে অভিযোগ। বিষয়টি মুখ্যমন্ত্ৰীর ভিজিলেন্স সেলেকে অবগত করা হয়েছে, দিশপুরের উৰ্ধতন কৰ্তৃপক্ষ বালি মাফিয়ার কৰ্মকাণ্ডের দিকে লক্ষ্য রাখছে। বনমন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্যকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু আজও বন বিভাগ কোনও ব্যবস্থা গ্ৰহণ করে নি।








কোন মন্তব্য নেই