Header Ads

এয়ার এশিয়া বিমানের টয়লেটে মানবভ্ৰূণ


গুয়াহাটিঃ কয়েক দিন আগে উজান অসমে চলন্ত ট্ৰেনের টয়লেটে নবজাতককে উদ্ধার করা হয়েছিল। আজ গুয়াহাটি নয়া দিল্লীগামী বিমান এয়ার এশিয়া বিমানের টয়লেটে ‘মানবভ্ৰূণ' উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্ৰ করে ইন্দিরা গান্ধী আন্তৰ্জাতিক বিমান বন্দরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে বিমান যাত্ৰীরা জানিয়েছেন। আজ ১২.৫০ মিনিটে গুয়াহাটি বরঝার বিমান বন্দর থেকে এয়ার-এশিয়া বিমানটি উড়ে ছিল। ৩.৪৫ নাগাদ দিল্লী বিমান বন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিমানে ঘোষণা করা হয় টয়লেটের মধ্যে ‘মানবভ্ৰূণের' সন্ধান পাওয়া গেছে। পুরুষ যাত্ৰীদের বিমান থেকে নামার অনুমতি দিলেও মহিলা যাত্ৰীদের বেশ কিছুক্ষন আটকে রাখা হয়। চিকিৎসক এবং পুলিশ প্ৰায় ৪০-৫০জন মহিলাযাত্ৰীকে তল্লাশি চালায়। এই ঘটনা স্বাভাবিক না দূৰ্ঘটনার ফলে তা পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে। পরিচিতদের মধ্যে ঐ বিমানে রাজ্যে পৰ্যটক বিভাগের চেয়ারম্যান জয়ন্তমল্ল বরুয়া ছিলেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.