Header Ads

ফেস বুকের সাহায্য কিশোরীর প্ৰাণ রক্ষা


গুয়াহাটিঃ হতাশাগ্ৰস্ত বা প্ৰতারিত হয়ে এক কিশোরী ফেসবুকের পোষ্ট দিয়ে জানিয়েছিল, ‘আই ওয়াণ্ট টু কমিট সুইসাইড' এই মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুক কৰ্তৃপক্ষ অসম পুলিশকে জানায়। অসম পুলিশের সাইবার ক্ৰাইম ব্ৰাঞ্চ সঙ্গে সঙ্গে ফেসবুকের সাহায্য নিয়ে সেই কিশোরীর লোকেশন শনাক্ত করে সেই কিশোরীর বাড়িতে গিয়ে অভিবাভকদের জানিয়ে, সেই পোষ্টটি ডিলিট করে দেওয়া হয়। পুলিশ কিশোরীকে বুঝিয়ে শুঝিয়ে শান্ত করেন। বৰ্তমানে সে সুস্থ এবং নিরাপদ। রাজ্যের পুলিশ প্ৰধান কুলধর শইকীয়া আজ এই কথা জানিয়ে বলেন, ফেস বুকের সহয়াতায় কিশোরীটির প্ৰাণ বাঁচানো সম্ভব হয়েছে। মনোস্তাত্বিকবিদেকে দিয়ে কিশোরীটিকে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। মাত্ৰ ৩০ মিনিটের মধ্যে পুলিশ কিশোরীর বাড়িতে পৌঁছায় এবং প্ৰাণ বাঁচায়। আত্মহত্যার প্ৰবণতা রোধ করার জন্য ফেসবুক কৰ্তৃপক্ষ বিশ্বজুড়ে প্ৰচারাভিযান চালােচ্ছ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.