Header Ads

মেঘালয়ে বনধ হলো অন্ধ্ৰের মাছ, অসমে আবার শুরু হলো অন্ধ্ৰ প্ৰদেশের মাছ, বিষাক্ত ফরমালিনের প্ৰশ্ন থেকেই গেল


গুয়াহাটিঃ বিষাক্ত ফরমালিন মেশানো অভিযোগের পর অন্ধ্ৰপ্ৰদেশের মাছের উপর ১০ দিন নিষেধাজ্ঞা আরোপ করেছিল অসম সরকার। আজ থেকে পুনরায় অন্ধ্ৰপ্ৰদেশ থেকে মাছ আসা শুরু হয়েছে। অপরদিকে অন্ধ্ৰপ্ৰদেশর আমদানিকৃত মাছে ফরমালিন থাকার অভিযোগে মেঘালয় সরকার ১৫ দিনের জন্য অন্ধ্ৰপ্ৰদেশের মাছের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাজ্য সরকারের পরীক্ষাগারে পরীক্ষার পর প্ৰমাণিত হয়ছে, অন্ধ্ৰপ্ৰদেশের মাছে ফরমালিন নেই। মাছকে তাজা এবং টাটকা রাখার জন্য বিষাক্ত ফরমালিন মাখানো হয়। আজ স্বাস্থ্য প্ৰতিমন্ত্ৰী পীযুষ হাজরিকা মা কামাখ্যা নামে শপথ গ্ৰহণ করে বলেছেন, অন্ধ্ৰপ্ৰদেশ থেকে আসা মাছে কোনও বিষাক্ত পদাৰ্থ বা ফরমালিন মেশানো হয় নি। তিনি বলেন, অসমের পৰ্যাপ্ত পরিমাণ মাছ উৎপাদিত হয় না। অন্ধ্ৰপ্ৰদেশ থেকে মাছ আমদানি করতেই হবে। মন্ত্ৰী পীযুষ হাজরিকা মাছে ফরমালিন নিয়ে কথা বলেছেন, কিন্তু বাইরে থেকে আমদানি করা খাঁসি ও ব্ৰইলার মুরগির মধ্যে যে বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, সে সম্পৰ্কে কিছু বলেন নি। খাঁসি কাটার আগে বিষাক্ত নেফথলিন খাওয়ানো হয়, এবং ব্ৰইলার মুরগির সাইজ বাড়ানোর জন্য হরমন ইনজেকশন দেওয়া হয়। এই সব ভেজাল মাছ মাংস খাওয়ার জন্য মানুষ পাকস্থলির রোগ এবং অন্ন্যান্য ক্যান্সারে মতো মারাণ রোগে আক্ৰান্ত হেচ্ছ।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.