Header Ads

এনআরসির চূড়ান্ত খসড়া প্রকাশের মুখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ডিমা হাসাও জেলায়


বিপ্লব দেবঃ হাফলং রাত পোহালেই রাষ্ট্রীয় নাগরিক পঞ্জি (এনআরসির) চূড়ান্ত খসড়া প্রকাশ করা হবে। এনিয়ে সম্পূর্ণ প্রস্ততি চূড়ান্ত করে ফেলেছে ডিমা হাসাও জেলা প্রশাসন। এনআরসির চূড়ান্ত খসড়া তালিকা নিয়ে যাতে কোন অশান্তির সৃষ্টি না হয় এনিয়ে সতর্ক রয়েছে জেলাপ্রশাসন। সোমবার সকাল দশটায় ডিমা হাসাও জেলার ২৮ টি এনআরসি সেবা কেন্দ্রে এনআরসির চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করা হবে। এনআরসির চূড়ান্ত খসড়া প্রকাশ হওয়া নিয়ে যাতে কোনও অপ্রতিকর পরিস্থির সৃষ্টি না হয় তার জন্য পুরো পাহাড়ি জেলাতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।  জেলার ২৮ টি এনআরসি সেবা কেন্দ্রে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআরপিএফ ও অসম পুলিশ ব্যাটেলিয়ন। এনআরসির চূড়ান্ত খসড়া প্রকাশ হওয়ার প্রাকমূহুর্তে রবিবার বিকেলে হাফলং জেলাশাসক কনফারেন্স হলে জেলার বিভিন্ন জাতি জনগোষ্ঠীর প্রধান সংগঠন ছাত্রসংগঠন এনজিও সহ প্রবীন নাগরিকদের নিয়ে এক সভায় ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়া এনআরসির চূড়ান্ত খসড়া প্রকাশের মুখে জেলাবাসীর সহযোগিতা কামনা করেন। এদিন বৈঠকে জেলাশাসক বলেন এনআরসি থেকে প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম কোনও অবস্থায় বাদ যাবেনা। জেলাশাসক বলেন ডিমা হাসাও জেলায় এনআরসির চূড়ান্ত খসড়া থেকে খুব কম সংখ্যক মানুষের নাম বাদ পড়েছে। উপযুক্ত নথিপত্রের অভাবে চূড়ান্ত খসড়া থেকে কিছু লোকের নাম বাদ পড়েছে। তবে এনআরসির চূড়ান্ত খসড়া থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারন নেই বলে জানিয়ে জেলাশাসক বলেন  বাদ পরা ব্যক্তিরা ওজর আপত্তির মাধ্যমে আবার এনআরসিতে নাম অন্তর্ভূক্তি করার সুযোগ পাবেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.