Header Ads

২৪ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন



বিপ্লব দেবঃ হাফলং
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ সেপ্টেম্বর উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ লক্ষ্যেই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলাপ্রশাসন। সেপ্টেম্বরে নির্বাচন অনুষ্ঠিত করতে সম্পূর্ন ভাবে প্রস্তুত রয়েছে ডিমা হাসাও জেলাপ্রশাসন। ইতিমধ্যে জেলাপ্রশাসনের  পক্ষ থেকে সেপ্টেম্বরে পার্বত্য পরিষদের নির্বাচন করার জন্য রাজ্যসরকার ও রাজ্যের নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রাক্তন বিধায়ক তথা পার্বত্য পরিষদের প্রাক্তন সিইএম সমরজিৎ হাফলংবারে একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে  আগামী ২৫ জুলাই গুয়াহাটি  হাইকোর্টে পার্বত্য পরিষদের নির্বাচন সংক্রান্ত শুনানি হবে তার আগেই নির্বাচন কমিশন থেকে পার্বত্য পরিষদের নির্বাচনের জন্য আগামী ৩০ আগষ্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্দেশ আসার পর নির্বাচনের রণডঙ্কা এক প্রকার বেজে গেছে পাহাড়ি জেলায়। ডিমা হাসাও জেলার জেলাশাসক তথা রিটির্নিং অফিসার অমিতাভ রাজখোয়ার পক্ষ থেকে রাজ্যের নির্বাচন কমিশন ও রাজ্যসরকারের কাছে পাঠানো প্রস্তাবে ২৪ সেপ্টেম্বর পার্বত্য পরিষদের মোট ২৮ টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২৭ সেপ্টেম্বর ভোটগননা হবে এবং ৪ অক্টোবর নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান হবে। জেলাপ্রশাসনের পক্ষ থেকে সেপ্টেম্বরে পরিষদের নির্বাচন করার যে প্রস্তাব পাঠানো হয়েছে একে স্বাগত জানিয়েছে কংগ্রেস অগপ সহ অনান্য আঞ্চলিক রাজনৈতিক দল। কারন বিরোধী দল গুলি চাইছিল যথা সময়েই পার্বত্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু এনআরসির বাহানায় রাজ্যসরকার বিজেপি শাসিত পরিষদের কার্যকাল আরো ছয়মাস বাড়িয়ে দেয়। কিন্তু এবার রাজ্যসরকার ও ছয়মাসের মধ্যেই উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন অনুষ্ঠিত করতে চাইছে। ডিমা হাসাও জেলাপ্রশাসন সুত্রে জানা গিয়েছে সেপ্টেম্বরের শেষেই যে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে তা একপ্রকার নিশ্চিত এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। ৩০ আগষ্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই নির্বাচনের দিন তারিখ ঘোষনা করবে রাজ্য নির্বাচন কমিশন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.