কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ধর্মঘট জনজীবনে প্রভাব পড়ে নি ,পাহাড় লাইন বন্ধ যাত্রী দের দুর্গতি চরমে
অমল গুপ্ত,৯ জুলাই: গুয়াহাটি ,কোলকাতা: পশ্চিমবঙ্গ বাসী বামপন্থীদের শ্রমিক ধর্মঘট দেখলো ,টিভি ক্যামেরার সামনে স্লোগান ,দাবি করা হচ্ছে ভারত জুড়ে প্রতিবাদ। রেলওয়ে স্টেশন গুলিতে ট্রেন অবরোধ করতে দেখা গেল।অনেক দিন বাদ লাল ঝাণ্ডা ধারীদের বিক্ষোভ মিছিল দেখা গেল।কিন্তু ধর্মীয় সংখ্যালঘুজনগোষ্ঠীর মানুষ কোথায় ?যারা তৃনমূল কংগ্রেস দলকে চোখ বন্ধ করে ভোট দেবেন। সেই মুসলিম জনগোষ্ঠীকে তো দেখা গেল না।যাদের ভরসায় তৃনমূল বসে আছে। রেলের চাকা বন্ধ,উত্তরপূর্ব পরিস্থিতি চিন্তা করছে কি যেখানে রেল লাইন পাহাড় ধসে পড়েছে। ট্রেন যাত্রীদের দুরবস্থা চরমে। রেল কর্তৃপক্ষ কোনো খবর রাখে না। ধর্মঘট করা বাম শ্রমিক দের চিন্তা নেই উত্তরপূর্ব রেলের যাত্রীদের চরম দুরাবস্থা। পাহাড় লাইন পুরোনো শতবর্ষের মিটার গেজ লাইন বিজি তে রুপান্তর করা যেত। পাহাড় ধংস করতে হয় হত না। হাজার হাজার গাছ কাটার প্রয়োজন হত না।হাজার হাজার বছরের পুরোনো গাছাগুলি বালি পাথর মাটি ধরে ছিল। রেল লাইনের মাটি হালকা হত না। পাহাড় লাইনের টানেল কমিয়ে দেওয়া হল।৫০ ,৭০ কিলোমিটার লাইনে ট্রেন না চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হল। ব্যাপক হারে পাহাড় ধংস প্রকৃতি তো প্রতিশোধ নেবেই। ওই স্পর্শ কাতর ভূমিকম্প প্রবন অঞ্চল ছেড়ে রেল সরে যাক।নতুবা বিপদ ঘটবে। রেলের একাংশ বাবুদের পকেট ভারি করে ট্রেন চেনানো হচ্ছে।পাহাড় লাইন আর বোঝা নিতে পারছে না।
কোন মন্তব্য নেই