অসমীয়া ,বাঙালি হিন্দুদের অঞ্চলে বসতি গড়ে তাদের সংখ্যালঘু করার চক্রান্ত করছে রাজ্যের মুসলিমরা: হিমন্ত বিশ্ব শর্মা
অমল গুপ্ত ,১৩ জুলাই ,গুয়াহাটি ,কোলকাতা: অসমের বিভিন্ন অঞ্চলে উচ্ছেদ অভিযান চলছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট করে দিয়েছেন।১৯৭১ সালের পূর্বে অসমে আসা মুসলিম জনগোষ্ঠীকে ভারতীয় নাগরিকত্বের নথি পত্র সহ সংশ্লিষ্ট ডেপুটি কমিশনারের কাছে আবেদন করতে হবে। ১৯৭১ সালের আগে আসা মানুষগুলিকে ব্রহ্মপুত্রের চার অঞ্চলে পুনর্বাসন দেওয়া হবে। সরকার বিনা অপরাধে মুসলিম জনগোষ্ঠীকে হেনস্থা করতে চায়না। তাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট অর্ডার অনুযায়ী সরকার রাজ্যের সংখ্যালঘু জনগোষ্ঠীর মৌলিক অধিকার সুনিশ্চিত করতে চান। চর অঞ্চলে পুনর্বাসন দেওয়া হবে । মুখ্যমন্ত্রী বলেন সমীক্ষা করতে গিয়ে দেখেছে।করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি , হাইলাকান্ন্দি জেলার মানুষ ও লা খিমপুর ,নওগাঁ ধিং অঞ্চলে জন বসতি গড়ে জনবিন্যাস পাল্টিয়ে দিচ্ছে। মোট ৮ লাখ হেক্টর সরকারি জমি বেদখল হয়েছে। ,বাঙালি হিন্দু দের সংখ্যালঘু করার গাভীর চক্রান্ত লুকিয়ে আছে।এক পর্যবেক্ষক অভিযোগ করেন নগাঁও, ঢিং থেকে নাগাল্যান্ডের ডিমাপুরে প্রতিদিন গাড়ি গিয়ে মাদক পাচার করছে। সারা রাজ্যে মায়ানমার সীমান্তে ডিমাপুরের মাদক ছড়িয়ে পড়ছে।পশ্চিম বঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে।কলকাতার বিশ্ববিদ্যালয় কলেজের একাংশ ছাত্র ছাত্রী ব্যাপক হারে মাদক ব্যবহার করছে বলে অভিযোগ এসেছে।








কোন মন্তব্য নেই