Header Ads

মুড়ির মিলে দূষণ চলছে

মুড়ির মিলের নিয়ে সরব গ্ৰামবাসী 

 ঘন জনবসতিপূর্ণ এলাকায় চলছে মুড়ির মিল। মিলের ধোঁয়া, ছাই ও বিকট শব্দে জেরবার গ্ৰামবাসীরা। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা প্রশাসনের কাছে বারবার দরবার করেও সুরাহা মিলছে না বলে অভিযোগ। এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়েছে কালিয়াচক ২ ব্লকের বাঙ্গিটোলা পঞ্চায়েতের জানুটোলা সিংহপাড়া গ্ৰামে। বাসিন্দারা মিলটি অন্যত্র সরানোর দাবি জানিয়েছেন। মিল মালিকর অবশ্য দাবি, বৈধ ভাবে মিল চালানো হচ্ছে।
     বাঙ্গিটোলা গ্ৰাম পঞ্চায়েতের জানুটোলা সিংপাড়া গ্ৰামে বেশ কয়েক বছর আগে ওই মুড়ির মিলটি তৈরি হয়েছে। গ্ৰামবাসীদের দাবি, মিল যখন তৈরি হয় তখন তাঁদের তরফে প্রশাসনের কাছে আপত্তি জানানো হয়েছিল। গ্ৰামের বাসিন্দা সায়েদ আলি, সেঁতাউর রহমান, মহম্মদ হামিদুর ইসলামের বলেন, মিল থেকে সারাদিন ধোঁয়া ও ছাই বের হচ্ছে। সেই ছাই ও ধোঁয়া পরিবেশ দূষণ করছে এবং এর জেরে বয়স্ক থেকে শুরু করে শিশুরা শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.