বাঙালি দের হেনস্থা পথে নামছেন মমতা
বাঙালির হেনস্থা, পথে নামছেন মুখ্যমন্ত্রী
বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের 'হেনস্থা' এবং তাঁদের 'বাংলাদেশি' হিসেবে দাগিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসছে। এই প্রেক্ষিতে বিজেপিকে নিশানা করে এক যোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দলগুলি। বাংলার বাসিন্দাদের 'হেনস্থ'র প্রতিবাদে এ বার পথে নামছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানী দিল্লি, ওড়িশা, মহারাষ্ট্র সহ বিভিন্ন বিজেপি -শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগে আগামী ১৬ জুলাই, বুধবার কলেজ স্কেয়ার থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করবেন তৃণমূল। যে মিছিলে হাঁটার কথা তৃণমূল নেত্রী মমতার। রাজনৈতিক শিবিরের একাংশের মতে, আগামী বিধানসভা ভোটের আগে ফের বাঙালি-আবেগ শাণ দেবে শাসক দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুগাপুরে সভা করতে আসার কথা ১৮ তারিখ। তার আগেই নিজে পথে নেমে বিজেপির উপরে চাপ বাড়াতে চাইছেন মমতা।
কোন মন্তব্য নেই