বাঙলার বাসিন্দাকে অসম সরকার এন আর সি র নোটিশ ইস্যু
অমল গুপ্ত ,গুয়াহাটি ,কোলকাতা: পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের প্রতিনিধি উত্তম কুমার ব্রজ বাসী কে জাতীয় নাগরিক পঞ্জির নোটিশ ইস্যু করেছে অসম সরকার। উত্তম জানান তার জন্ম কর্ম দিনহাটা কোনোদিন অসম যাননি।তাকে বিদেশি তকমা সেঁটে নোটিশ দেওয়া হয়েছে।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করে এক টুইট বার্তায় তীব্র নিন্দা করেছেন। তিনি আবার বলেছেন এই আইন তারা মানে না। পশ্চিম বঙ্গের স্থায়ী বাসিন্দাকে কি করে অসম সরকার নোটিশ দিতে পারে? আজ দিনহাটা তে প্রতিবাদী মিছিল বার করা হয়।অসম সরকারের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ে বিজেপি দিকে আঙুল তুলে বলেছেন বিজেপি পিছনের দরজা দিয়ে পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক পঞ্জি লাগু করতে চাইছেন।টা হতে দেওয়া হবে না।বলেন কুচবিহারের আদি বাসিন্দা কোচ রাজবংশী তাদের বিদেশি তকমা বসিয়ে দেওয়া হল। উত্তম জানান তিনি জীবনেও অসম যান নি। তবে কেন নোটিশ। বিজেপি বলছে এন আর সি সারা দেশের আইন ।
কোন মন্তব্য নেই