Header Ads

গাছের যত্ন নিন, গাছ বাঁচলে আপনি বাঁচবেন

গাছের যত্ন নিন 

 ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে জেলার কয়েকশো চারাগাছ রোপণ করা হয়েছিল। চার সপ্তাহ পার হওয়ার পরে সেগুলির কী অবস্থা।
   বিশ্ব পরিবেশ দিবসে প্রতি বার প্রচুর চারাগাছ বসানো হয়।
 যত্নের অভাবে অধিকাংশ গাছ মরে যায়।
 গাছ খাঁচা দিয়ে না ঘেরায় গবাদি পশু সেগুলি নষ্ট করে দেয়।
 রোপণের পাশাপাশি উপযুক্ত রক্ষণাবেক্ষণেও খুবই জরুরি।
   ৫ জুন কয়েক হাজার গাছ জেলা জুড়ে বিলি করা হয়েছে। ১৪-২০ জুলাই বনমহোংসবেও হবে।
   কয়েকশো গাছের চারা বসাই। সব বাঁচে না। যেগুলি বাঁচে মানুষকে ছায়া দেয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.