Header Ads

উচ্ছেদের নামে মানবিকতা লঙ্ঘন ,গরীব মানুষগুলিকে চরম অত্যাচার চলছে

  ১০ ই জুলাই শিলচরে নাগরিক অধিকার রক্ষা কমিটি আসামের উচচপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয় ।বৈঠকে উপস্থিত ছিলেন নাগরিক অধিকার রক্ষা কমিটির মুখ্য উপদেষ্টা তথা নর্থ ইস্ট বার কাউন্সিলের প্রাক্তন সভাপতি গোহাটি হাইকোর্টের বলিষ্ঠ আইনজীবী রশিদ আহমেদ চৌধুরী ।,আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপধীর ভট্টাচার্যের সভাপতি অনুষ্ঠিত সভায় সম্প্রতি সারা আসাম জুড়ে উচ্ছেদের নামে ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর প্রকৃত অর্থে বাঙ্গালীদের উপর যে নির্মম নিশংস অত্যাচার উৎপীড়ন চলছে তা নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করা হয় ।এই উচ্ছেদ সম্পূর্ণ অমানবিক ও গণতান্ত্রিক ও সংবিধান বিরোধী বলে বিভিন্ন বক্তা অভিমত ব্যক্ত করে অবিলম্বে এই উচ্ছেদ বন্ধ করার দাবি জানানো হয় ।সভায় যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয় ।ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের নাগরিকদের রক্ষার দায়িত্ব সরকারের ।এইভাবে উৎখাত করে মানুষকে বিপন্ন করা একটা গণতান্ত্রিক সরকারের উদ্দেশ্য হতে পারে না ।আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এই উচ্ছেদকে বাংলাদেশী এবং অনুপ্রবেশকারী উৎখাত করছেন বলে অভিমত ব্যক্ত করেছেন ।তা কিছুতেই সমর্থনযোগ্য নয় কে বাংলাদেশী কে অনুপ্রবেশকারী তা নির্ধারণ করার জন্য ট্রাইব্যুনাল আছে ।সরকারি ব্যবস্থা আছে ।মুখ্যমন্ত্রী বলে দিলেই একজন বাংলাদেশী বা অনুপ্রবেশকারী হয় না ।সুতরাং হেমন্ত বিশ্ব শর্মা সরকার রাজ ধর্ম পালন করতে ব্যর্থ হয়েছেন ।সরকার তার উন্নয়নের স্বার্থে জমি অধিকরণ করতে পারে কিন্তু তারও তো একটা প্রক্রিয়া আছে যে প্রক্রিয়ায় মানুষকে পুনর্বাসন দেওয়ার কথা বলা আছে মানুষের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা আছে আর সরকারি জমির দখলমুক্ত করছেন বলে দায়সারা বক্তব্য রেখে মানবিক দায়িত্বটাকে অস্বীকার করছে। আর যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তারা তো ভারতীয় নাগরিক তাদেরকে অনুপ্রবেশকারী বা বিদেশি বললে চলবে না সবাই এই অন্যায় অবিচারের বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে কার্যসূচি গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়। এই ব্যাপারে সিআরপিসি ইতিমধ্যেই দিল্লিতে জাতীয় স্তরে একটা আলোচনা চক্রের আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।যেখানে ভারতবর্ষের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হবে এবং আসামে যে নির্মম অগনতান্ত্রিক কার্যকলাপ বাংলা ভাষাভাষী মানুষের উপর চলছে ,সেই ব্যাপারে জাতীয় স্তরের জনগণকে অবহিত করার সিদ্ধান্ত নেয়া হয় ।সবাই প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অধ্যাপক নিরঞ্জন দত্ত সিআরপিসির সাধারণ সম্পাদক কিশোর ভট্টাচার্য আইনজীবী আলী রেজা উসমানী ,সমীরণ চৌধুরী সিআরপিসির সচিব প্রধান সাধন পুরকায়স্থ,আইনজীবী  দেবরাজ চৌধুরী প্রমুখ মুখ্য উপদেষ্টা হাফিজ রসিদ আহামেদ চৌধুরী তার বক্তব্যে সরকারের এই স্বৈরাচারী কার্যকলাপের তীব্র নিন্দা করেন ।তিনি বলেন উচ্ছেদের নামে যা চলছে তা সম্পূর্ণ বেআইনি ও সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী ।সুতরাং এই ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হচ্ছে ।জাতীয় স্তরে দিল্লিতে যে সেমিনারের সিদ্ধান্ত নেয়া হয়েছে ।সেই সেমিনার কে সফল করে তুলতে সর্বশ্রেণীর জনসাধারণের কাছে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আবেদন জানিয়েছেন ।এইভাবে ভারতবর্ষের একটা রাজ্যে র্জঙ্গলের রাজত্ব চলতে পারে না বলে তিনি উল্লেখ করেছেন ।সভায় মজমুল হক মজুমদার প্রাসঙ্গিক বক্তব্য রাখেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.