নাদিয়ার কালীগঞ্জ নির্বাচন
আজ উপনির্বাচন নদীয়ার কালীগঞ্জে
তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর কারণে আসনটি ফাঁকা হয়েছিল। আজ বৃহস্পতিবার নদিয়ার সেই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হাতে চলেছে। প্রয়াত বিধায়কের মেয়েই তৃণমূলের প্রার্থী হয়েছেন, রয়েছেন বিজেপি এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীও। মোট ৩০৯টি বুথের মধ্যে ৬৩টি 'স্পর্শকাতর'। প্রতিবন্ধী ভোটকর্মীদের পরিচালনায় একটি 'মডেল বুথ ছাড়াও মহিলা পরিচালিত দু'টি বুথ থাকছে। ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের প্রায় এক হাজার কর্মী নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। লোকসভা নির্বাচনের পরে রাজ্যে দু'দফায় ১০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের অনুকূলে ফল ১০-০।








কোন মন্তব্য নেই