Header Ads

অসমে বেসরকারি নার্সিং হোম গুলি টাকার দাবিতে মরদেহ আটকে রাখতে পারবে না কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

অমল গুপ্ত , পশ্চিমবঙ্গ অসমের অধিকাংশ বেসরকারি  নার্সিং হোম  রুগীর মৃত্যু র পর অতিরিক্ত অর্থের দাবি জানিয়ে মরদেহ আটকে রেখে ব্লালমেলিং করে অস্বাভাবিক অর্থ দাবি করে থেকে।বাংলা পারেনি কিন্তু অসমের মুখ্য মন্ত্রী হিমন্ত  বিশ্বশর্মা  গতকাল কড়া নির্দেশ দিয়ে বলেছেন সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী কোনো রুগীর চিকিৎসার পর  মৃত্যু হলে মরদেহ আটকে রাখতে পারেন না। অসম সরকার কে অবগত  করলে সরকার মরদেহ সরকারি হাসপতালে রেখে  দেওয়ার ব্যবস্থা করবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.