Header Ads

সাইপ্রাস প্রজাতন্ত্র সরকার সর্বচ্চো অসামরিক পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে

অমল গুপ্ত ,কোলকাতা ,  অপারেশন সিঁদুর নামে ভারতের বিশ্ব কাঁপানো অভিযান সফল হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমধ্য সাগরের প্রজাতান্ত্রিক দেশ সাইপ্রাস গেলে বিপুল সম্বর্ধনা দেওয়া হয় মোদী কে।সেদেশের সর্বোচ্চ পুরস্কার প্রদান করা হয়। সেদেশের মাটিতে অপরেশন সিঁদুর নামে ব্যানার নিয়ে  সম্বর্ধনা দিতে দেখা যায়।প্রধানমন্ত্রী মোদী বলেন 23বছর পর ভারতের কোনো প্রধানমন্ত্রী এই দেশ সফর করলেন।দুই দেশের ব্যবসায়িক রাজনৈতিক সম্পর্ক  গড়ে তোলার  প্রতিশ্রুতি দেন। পাকিস্তান বিরুদ্ধে ভারতের সিঁদুর অভিযানের পর ভারতের ভাবমূর্তি বহু গুণ বেড়ে গেছে। সাইপ্রাসের পর প্রধানমন্ত্রী কানাডা সফরে   যান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.