বারাকবাসী এক বাঙালি প্রতিনিধি পাচ্ছেন
অমল গুপ্ত ,কোলকাতা: বরাক বাসী বাঙালি প্রতিনধি পাচ্ছেন।প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবিন্দ পুরস্কায়স্থ পুত্র কোনাদ পুরস্কায়স্থা কে রাজ্যসভায় পাঠাচ্ছে।বলে বরাক রাজনীতিতে জোর খবর দিশপুর এখনো সবুজ সংকেত দেইনি। বরাক বাসী বাঙালি ক্যান্ডিডেট রাজ্যসভায় থেকে বঞ্চিত হয়ে আছে।এবার সম্ভবত শিকে চিড়বে। ব্রহ্মপুত্র উপত্যকা আশা করেছিল সংসদে মুখ্ হয়ে উঠা প্রাক্তন সাংসদ ডাক্তার রাজদীপ দে কে রাজ্যসভায় পাঠানো হবে।( ছবি সাংবাদিক সুদীপ শর্মার সৌজন্যে) বরাকের বিজেপির প্রপিতামহ কবীন্দ্র পুর কায়স্থ কে স্বয়ং মুখ্যমন্ত্রী দিশপুর থেকে ফোন করে কবীন্দ্র বাবুকে রাজ্যসভার অনুমোদনের কথা জানান। কনাদ ও সেকথা জানান।রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া আগাম শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করেছেন।
কোন মন্তব্য নেই