Header Ads

সুন্দরবনের বাঘ নদীতে ছাড়া হল

দক্ষিণ ২৪ পরগনার কুলতলির দেউলবাড়িতে লোকালয়ে চলে আসা বাঘটিকে খাঁচাবন্দি করে রবিবার দুপুরে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত চামটার জঙ্গলে ছেড়ে দেওয়া হল। শনিবার সকালে দেউলবাড়িতে ধান খেতে বাঘের পায়ের ছাপ দেখা যায়। বন কর্মীরা এসে তল্লাশি চালিয়ে মূল জঙ্গল থেকে অনেকটা দূরে গ্ৰামের ভিতরে একটি ঝোপ-জঙ্গলে বাঘটির সন্ধান পান। বাঘ ধরতে প্রায় এক কিলোমিটার এলাকা জাল দিয়ে ঘিরে ছাগলের টোপ-সহ দু'টি খাঁচা পাতা হয়। রাত ৩টে নাগাদ খাঁচায় ধরা পড়ে বছর সাতেকের পুরুষ বাঘটি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.