Header Ads

দেশে তেলের দাম বাড়বে, হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব ইরানের

অমল গুপ্ত ,২৩ জুন ,গুয়াহাটি :আমেরিকার মত শক্তিধর রাষ্ট্র ইরান ইজরায়েল যুদ্ধে জড়িয়ে  পড়েছে।ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে আক্রমণ করে পরিস্থিতি ঘোরালো করেছে।ইরান ও পাল্টা আক্রমণ করছে।ইরান সংসদে হরমুজ প্রণালী বন্ধের  প্রস্তাব গ্রহণ করায় বিশ্বের তেল মানচিত্র ধাক্কা খাবে।ওই প্রণালী দিয়ে বিশ্বে ৩০,৩৫ শতাংশ তেল রপ্তানি হয়।বন্ধ হলে ভারতের তেল বাজার  অগ্নিমূল্য হবে।দেশের তেল মন্ত্রী পুরী অবশ্য আস্বাস দিয়েছেন।  ইতিমধ্যে বিশ্ব বাজারে তেলের দাম বাড়ার প্রাথমিক  খবর এসেছে। এই প্রণালী দিয়ে বিশ্ব বাজারে তেল রপ্তানি হয়। এই যুদ্ধে ধাক্কা খাবে। ইরান, ইজরায়েল, আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়েছে। ওদিকে রাশিয়া -ইউক্রেন যুদ্ধ থামার আভাস পাওয়া যাচ্ছে না। বিশ্বের এই জটিল পরিস্থিতিতে একমাত্র ভারত সম্মানের সঙ্গে লড়ে যাচ্ছে।ইরান থেকে ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে  উজ্জ্বল ভুমিকা গ্র্ধন করেছে।এই ফিরিয়ে আনা অধিকাংশ কাশ্মিরের  সংখ্যা লঘু সম্প্রদায়ের ছাত্র বিদেশে পড়তে গিয়েছিলেন।সেখানে আটক পড়ে। নিপত্তার সঙ্গে  অপরেশন সিঁদুর   ছাত্রদের এদেশে ফেরানো হয়।প্রধান মন্ত্রী মোদীর ভূমিকা আছে।অথচ দেশের একাংশ সংখ্যা লঘু সম্প্রদায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরদ্ধাচরণ করছে।     অনেক দেশ তাদের ইরানে আটকে পরা নাগরিকদের নিজের দেশে ফিরিয়ে আনার জন্যে বিমান পাঠিয়েছিল কিন্তু সেই দেশ গ্রহন করেনি।একমাত্র ভারতের অনুরোধ রক্ষা করেছে। প্রধানমন্ত্রী  অপরেশন সিঁদুর  সারা বিশ্বে সাড়া ফেলেছে।মোদীর ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।মোদীর গ্রহন যোগ্যতা বেড়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.