চিম্ময়কৃষ্ণের জামিন খারিজ চট্টগ্রামে
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আরিফ হত্যা-সহ পাঁচটি মামলায় বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিম্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন আজ খারিজ করে জামিনের আবেদন আজ খারিজ করে দিয়েছে আদালত। শুনানির শেষে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এই নির্দেশ দেন।
আজ আদালতে চিম্ময়কৃষ্ণের আইনজীবী অপূর্বকুমার ঘোষ অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন। তিনি জানান, চিন্ময় দাস সিরোসিস অব লিবারে আক্রান্ত। এর পরেই কারা কর্তৃপক্ষকে বিচারক নির্দেশ দেন, কারা বিধি অনুযায়ী চিম্ময়ের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। শুনানির পরে অপূর্বকুমার বলেন, "চিম্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ছাড়াও আইনজীবী হত্যা, পুলিশের উপরে হামলার আরও পাঁচটি মামলা হয়েছে। এসব মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। এসব মামলায় আদালতে জামিন আবেদন করা হয়। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজ উদ্দিন বলেন, "চিম্ময়কৃষ্ণ দাসকে কোতোয়ালি থানার হত্যা, পুলিশের উপরে হামলা, গাড়ি ভাঙচুর-সহ পাচঁ মামলায় জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। ষড়যন্ত্রমূলক ভাবে তাঁকে এ মামলায় জড়ানো হয়েছে দাবি করেন তাঁর আইনজীবীরা।
কোন মন্তব্য নেই