ডি এস এ খেলার মাঠে রাজনীতিকরণ
নয়া ঠাহর , সংবাদ দাতা :
সংস্থার সংবিধান অনুযায়ী অতনু ভট্টাচার্যের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে পারেনা ডিএসএ, খেলার মাঠের রাজনীতি করণের বিরুদ্ধে সরব হল বিডিএফ।
ডিএসএর সংবিধান অনুযায়ী সংস্থা অতনু ভট্টাচার্যের বিরুদ্ধে কোন সাংগঠনিক পদক্ষেপ নিতে পারে কিনা সে ব্যাপারে সন্দেহ রয়েছে বলে মন্তব্য করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। একই সাথে খেলার মাঠের রাজনীতিকরণের তীব্র নিন্দা জানাল ফ্রন্ট ।
এক প্রেস বার্তায় বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে ডিএসএর সাধারণ সম্পাদক হিসেবে অতনু ভট্টাচার্যের গৌরব গগৈকে সংবর্ধনা জানানো অবশ্যই ভুল হয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই তিনি তাঁর ভুল বুঝতে পেরে বিতর্কিত পোস্টটি ডিলিট করে দেন এবং এজন্য ভুল স্বীকার করে ক্ষমাও চেয়ে নেন। ডিএসএর সভাপতি এই পরিপ্রেক্ষিতে একটি সাধারণ সভা ডেকে তাঁর সাথে আলোচনা ক্রমে বিষয়টি এখানেই নিষ্পত্তি করতে পারতেন। প্রদীপ বাবু বলেন যে তিনি তা না করে ডিএসএর কর্মকর্তাদের নিয়ে কিভাবে শিলচরের বিধায়কের বাড়িতে গিয়ে সভা করতে পারেন ? এটা কি ডিএসএর সংবিধান সম্মত ? এর আগে যখন বাদল দে বা বাবুল হোড় যখন ডিএসএর সভাপতি ছিলেন তখন কখনো কি তাঁরা নিজেদের বাড়িতে সাংগঠনিক সভার আয়োজন করেছেন ? প্রদীপ দত্তরায় বলেন যে ডিএসএর একজন প্রাক্তন সদস্য হিসেবে এরকম কোন ঘটনার কথা তার জানা নেই। তিনি বলেন যারা অতনু ভট্টাচার্যের রাজনৈতিক বক্তব্যের তীব্র বিরোধিতা করলেন তাঁরা নিজেরাই আরেক রাজনৈতিক নেতার বাড়িতে গিয়ে পরামর্শ নিলেন, এরচেয়ে বড় নির্বুদ্ধিতা আর কি হতে পারে ! এছাড়া অতনু ভট্টাচার্যের বিরুদ্ধে যে রাজনীতি করণের অভিযোগ তোলা হল বিজেপি বিধায়ক দীপায়ন চক্রবর্তী ডিএসএর সভায় একই ভাবে গৌরব গগৈর সমালোচনা করে রাজনৈতিক বক্তব্য পেশ করলেন ! তিনি বলেন রাজনৈতিক নেতা হিসেবে তা তিনি করতেই পারেন কিন্তু ডিএসএর সাংগঠনিক সভায় এই ধরনের বক্তব্য অবশ্যই নিন্দনীয়। প্রদীপ বাবু বলেন যে ডিএসএর সভাপতির হাতে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে। সাংগঠনিক সভা ডেকে বিষয়টি অবিলম্বে সমাধান না করে তিনি যেভাবে এটি নিয়ে রাজনীতিকরণের পথ নিলেন তা স্পষ্টতই তাঁর দূর্বলতার লক্ষণ।
প্রদীপ দত্তরায় এদিন বলেন যে খেলার মাঠের এই ধরণের রাজনীতিকরণ অবশ্যই নিন্দনীয়। তিনি বলেন বিডিএফ চায়না ব্যাপারটি কোর্ট অব্দি গড়াক। তাই এদিন ডিএসএর সভাপতিকে তার ব্যাক্তিত্ব খাঁটিয়ে অবিলম্বে সাংগঠনিক সভা ডেকে তার আগেই বিষয়টির নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছেন তিনি ।
বিডিএফ এর পক্ষ থেকে আহ্বায়ক দেবায়ন দেব এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।
কোন মন্তব্য নেই