ক্ষুদিরাম বসু কে অপমান করলেন অভিনেতা অক্ষয় কুমার
ক্ষুদিরাম বসু, বারীন ঘোষ, হেমচন্দ্র কানুনগো সহ বাঙালী বিপ্লবী তথা স্বাধীনতা সংগ্রামীদের অবমাননার জন্য অক্ষয় কুমার অভিনীত হিন্দী ওয়েব সিরিজ ‘কেশরী চ্যাপ্টার ২’ কে নিষিদ্ধ করার দাবীতে ১৯শে জুন ২০২৫ তারিখে কলকাতার বিধাননগর কমিশনারেট ও বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করলো ‘আমরা বাঙালী’ সংগঠন।
কলকাতার থেকে পাঠানো এক প্রেস বার্তাতে ‘আমরা বাঙালী’র কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিনহা ও কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তপোময় বিশ্বাস বলেন---- দেশ স্বাধীন করার জন্য যাঁরা প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের অধিকাংশই বাঙালী, অথচ সেই বাঙালী স্বাধীনতা সংগ্রামীরাই আজ সমগ্র দেশ জুড়ে অপমানিত হচ্ছেন, বলা ভালো ইচ্ছাকৃত ভাবে দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে বাঙালী মণিষীদের, বাঙালী স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হচ্ছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম, সম্প্রতি ‘কেশরী চ্যাপ্টার ২’ হিন্দী সিনেমা / ওয়েব সিরিজে স্বাধীনতা সংগ্রামী শহীদ “ক্ষুদিরাম বসু”র নাম বিকৃত করে ক্ষুদিরাম সিং ; ঋষি অরবিন্দ ঘোষের ভাই “বারীন ঘোষ” কে বারীন্দ্র কুমার করা হয়েছে ! ইচ্ছাকৃত ভাবে এইভাবে ইতিহাস বিকৃত করে দেওয়া, অগ্নিযুগের মহান বিপ্লবীদের নাম পাল্টে দেওয়া, তাদের অপমান করা, ক্ষমার অযোগ্য অপরাধ। শুধু তাই নয়, এর মাধ্যমে সমগ্র বাঙালী জাতির ইতিহাস কে কলঙ্কিত করা হয়েছে, বাঙালী জাতির জাত্যাভিমানে আঘাত করা হয়েছে ।
এই জঘন্যতম অপরাধের প্রতিবাদে “আমরা বাঙালী” সংগঠনের পক্ষ থেকে আমাদের অন্যতম দাবি, অবিলম্বে ‘ কেশরী চ্যাপ্টার ২’ হিন্দী সিনেমা/ওয়েব সিরিজকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং সিনেমাটির পরিচালক সহ প্রত্যেক কলাকুশলীদের লিখিত ভাবে সমগ্র বাঙালী জাতির কাছে ক্ষমা চাইতে হবে। নাহলে দেশজুড়ে বাঙালী ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয় ।
উপস্থিত ছিলেন --- শুভজিৎ পাল,অরুপ মজুমদার, কেন্দ্রীয় নেতৃত্ব অনিতা চন্দ, মিন্টু বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস, সুশীল জানা প্রমুখ।
নিবেদক--
তপোময় বিশ্বাস
কেন্দ্রীয় সাংগঠনিক সচিব, আমরা বাঙালী
২নং বল্লভ স্ট্রীট, কলকাতা-০৪
১৯শে জুন ২০২৫








কোন মন্তব্য নেই