জামাই আদর আম ,জাম উৎসব
ষষ্ঠীর বাজার
জামাইষষ্ঠীর বাজারে অন্য বছরের তুলনায় এ বার আমের দাম অনেকটাই নাগালের মধ্যে। কিন্ত মাংস ও নানা ধরনের মাছের দাম চড়া।
আম- হিমসাগর: ২৫ থেকে ৩০ টাকা কেজি।
ল্যাংড়া: ২৫ থেকে ৩০ টাকা কেজি।
মাছ- ইলিশ: ১৮০০ থেকে ২০০০ টাকা কেজি।
লিচু - কোথাও ১৫০ টাকা কেজি, আবার কোথায় ৩০০ টাকায় ১০০টি লিচু।
মাংস - খাসির মাংস: ৭৫০ টাকা কেজি।
ব্রয়লার মুরগি: ২২০ থেকে ২৩০ টাকা কেজি।
জামাইষষ্ঠীতে মাছের একটা চাহিদা থেকেই যায়। ভিড় হয় মূলত ইলিশের জন্য। অনেক আগে থেকে রকমারি মাছের বরাত দেওয়া শুরু করেছেন।
এ বার আমের জোগান প্রচুর। তাই দাম এ বার নাগালের মধ্যেই থাকবে।
জামাইদের আপ্যায়নে কোনও ত্রুটি যাতে না থাকে, সেটা আমার মতো সব শাশুড়িরা নজর রাখেন। আয়োজনে কোনও ত্রুটি রাখি না।
কোন মন্তব্য নেই