Header Ads

কেমন আছে ময়ূরাক্ষী 

 তীব্র গরমে খাল, বিল, নদী, নালা শুকিয়ে যাচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় বাড়ছে তীব্র জলসঙ্কট। 
  ছোট নাগপুর মালভূমি অঞ্চলে উংপত্তি ময়ূরাক্ষী নদীর। বড়ঞা, ভরতপুর ১ ও কান্দি ব্লকের উপর দিয়ে বয়ে গিয়েছে ওই নদী।
     নদীতে সারা বছরই জল কম থাকে।
  সরকারি ভাবে কোনও সম্মানে ঘাট নেই নদীতে।
   ড্রেজিং হয় না ময়ুরাক্ষীতে।
   এই নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্যের সেচ দফতরের।
   এক সমূরাক্ষী নদীর উপরে নির্ভর করত আমাদের মতো মংস্যজীবীদের সারা বছরের জীবিকা।  এখন সেটা হয় না।
   শুধু ময়ূরাক্ষী নদী নয়, রাজ্যের অধিকাংশ নদীগুলির অবস্থা একই। নদীগুলি ড্রেজিং করার কোনও ব্যবস্থা নেই। তাই মজে যাচ্ছে নদীগুলি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.