কলকাতায় যোগ্য শিক্ষকদের লাঠি পেটা করল পুলিশ
নয়া ঠাহর ,কান্দি জেলরোড : কলকাতায় শিক্ষকের অভিযানে ফের পুলিশের লাঠি লাথির পরে লাঠি। আন্দোলনরত শিক্ষকরা ফের পুলিশি নিগ্ৰহের শিকার হলেন। মাসখানেক আগে কসবায় ডিআই অফিসের পরে শিক্ষা দফতরের খাসতালুক বিকাশ ভবনেও শিক্ষক আন্দোলনের পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে গেল। বৃহস্পতিবার রাত আটটার পরে পুলিশের সঙ্গে অবস্থানরত শিক্ষকদের খণ্ডযুদ্ধ তুঙ্গে ওঠে। এর পরেই পুলিশ নির্বিচারে লাঠি চালায় বলে অভিযোগ। সিরাজ গাজি বলে এক জন শিক্ষকের মাথার পিছনে চাপ চাপ রক্ত ঝরতে দেখা গিয়েছে। পুলিশও শিক্ষকেরা ইট-পাটকের ছুড়ে তাঁদের আক্রমণ করেছেন বলে অভিযোগ করেছে। রফিকুল হোসেন, কিরণ দেবনাথ- সহ একাধিক চাকরিহারা শিক্ষকের আঘাত লাগে বলে অভিযোগ। বেশ কয়েক জন শিক্ষককে আঘাতের ফলে করেছে এমন অভিযোগও উঠেছে। মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। ২৬ হাজারের চাকরি গেছে।প্রায় ৬ হাজার প্রার্থী ১০ লাখ ১৫ লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের নামধাম দেখে শাস্তি দিলেই বাকিরা চাকরিবপেয়ে যাবেন। এই ৬ হাজার কে বাঁচাতে ২৬ হাজার চাকরি গেলো( ছবি আনন্দবাজারের সৌজন্যে)
কোন মন্তব্য নেই