Header Ads

মুর্শিদাবাদ আর মালদহ বাংলদেশে র অংশ হবে অভিযোগ অধীর চৌধুরী

নয়া ঠাহর ,অমল গুপ্ত ১৬ মে   মুর্শিদাবাদ জেলা আজ জাতীয় রাজনীতি তে গুরুত্বপুর্ণ স্থান দখল করেছে।মুর্শিদাবাদ জেলার এক অঞ্চলে   হিন্দুদের উপর অত্যাচার হয়েছে।প্রায় ৫০০ হিন্দু পরিবার জেলা ছাড়তে বাধ্য হয়েছে। মুর্শিদাবাদে রোহিঙ্গা বাংলাদেশী  সহ অবৈধ অনুপ্রবেশ অব্যাহত। ভোটার বাড়াতে সরকার অবৈধ বিদেশি নাগরিকদের  নথিপত্র  ভোটার বানানোর চক্রান্ত করছে বলে বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ  অধীর চৌধুরী  গুরুতর অভিযোগ করেবলেন জেলার  জন বিস্ফোরণ বন্ধ করতে পারছে না।মালদহ ,আর মুর্শিদাবাদ  জেলার সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায়ের জীবন সম্পত্তির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভূমিপুত্র প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী । তিনি বলছেন বাংলদেশে র চোখ পড়েছে দুই জেলার সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর উপর।বহরমপুরের বর্তমান গুজরাটের  বাসিন্দা নিজের কেন্দ্রে হিন্দুদের উপর অত্যাচারের খবর নেননি। প্রাক্তন কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানান মুর্শিদাবাদ জেলাতে তিন  বাদ স্বাধীনতা এসেছিল।





 






কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.