সুদর্শন চক্র অক্ষত আছে "মোদী"
সুদর্শন চক্র' অক্ষত বোঝালেন মোদী
অপারেশন সিঁদুর এটি শুধু নাম নয় এটি একটি আবেগ। ভারতের কোটি কোটি মা বোনেদের। ধর্মীয় প্রতিক ও আবেগ। তাকে অপমান করেছেন পাকিস্তান।
সাম্প্রতিক সংঘর্ষে যে বায়ু ঘাঁটির আকাশ প্রতিরোধী ব্যবস্থা এস-৪০০ বা 'সুদর্শন চক্র' ধ্বংস করার দাবি জানিয়েছিল পাকিস্তান, আজ সেই পঞ্জাবের আদমপুর ঘাঁটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের পড়শি দেশকে হুঁশিয়ারি দিয়ে জানালেন, লক্ষণরেখা পার হলে তার ফল ভুগতে হবে। তাঁর পিছনে তখন দেখা যাচ্ছে বায়ুসেনা ঘাঁটির এস-৪০০ আকাশ প্রতিরোধী ব্যবস্থা সুদর্শন চক্র ' কে। মোদী বলেন, 'অপারেশন সিঁদুর হল সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে নতুন মাপকাঠি। একই সঙ্গে প্রতিবেশী দেশের উদ্দেশে মোদীর বার্তা, ভারতের বায়ুসেনা কর্মীদের দক্ষতার কারণে পাকিস্তানের কোনও সেনাঘাঁটির আর সুরক্ষিত নয়।
কেন্দ্রীয় দাবি চার দিনের ওই সংঘর্ষে পাকিস্তানের ১১টি বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত।
যাতে বায়ুসেনার ২০ শতাংশ অ্যাসেট বা পরিকাঠামো নষ্ট এগিয়েছে।
আজ বায়ুসেনা কর্মীদের সঙ্গে দেখা করার জন্য আদমপুর ঘাঁটিকেই বেছে নেন মোদী। অতীতে দু'পক্ষের যুদ্ধে একাধিকবার এই ঘাঁটিকে নিশানা করেছিল পাকিস্তান। এ বারও তারা সেখানকার এস-৪০০ আকাশ প্রতিরোধী ব্যবস্থা ধ্বংসের দাবি করে।
কোন মন্তব্য নেই