আজ দেশ জুড়ে বিজয় দিবস ,গুয়াহাটি তেও
অমল গুপ্ত, কান্দি জেল রোড (,কোলকাতা ;) পাকিস্তানকে পর্যুদস্ত করার আনন্দ উল্লাস দেশ জুড়ে শোভাযাত্রা মিছিল দেখা গেছে।ভারতের জাতীয় পতাকা নিয়ে অসমের রাজধানী শহরে আজ বিশাল বর্ণময় শোভাযাত্রা বেরিয়েছিল।রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ,বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়া প্রমুখ বিজেপি নেতা কর্মীদের এই শোভাযাত্রার সামিল হতে দেখা গেল।দেশ জুড়ে বিজয় উৎসব চলছে। অপারেশন সিঁদুর দেশে নারী সমাজে খুব সারা ফেলেছে।উত্তর প্রদেশ সহ কয়েকটি রাজ্যে ভূমিষ্ট কন্যা সন্তানের নাম রাখা হয়েছে সিঁদুর পাকিস্তানের আটারি ওয়াগা সীমান্তে দিয়ে পাকিস্থান বন্দি বি এস এফের জোয়ান পূর্ণম সাহু ফিরে এলেন।২২ দিন পর ছেড়ে দেওয়া হল। স্ত্রী রজনী স্বামীর মুক্তি দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কে অনুরোধ জানিয়ে ছিলেন. পাকিস্থানের বিরুদ্ধে যখন অপারেশন সিঁদুর অভিযান চলছে তখন আধা সেনা তেলেঙ্গানা সীমানা এলাকায় কারে গুট্টা পাহাড়ে ৩১ জন মাও বাদিকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বাংলদেশে জেলে বন্দি কৃষক উকিল বর্মন কে ছেড়ে দিয়েছে বাংলদেশে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায়ের উদ্যেগে তাকে ছাড়া হয়। দক্ষিণ কাশ্মীরে জঙ্গলে জঙ্গি বিরোধী অভিযান চলছে। গতকাল তিনজন আজ একজন জঙ্গি গুলিবিদ্ধ হয়েছে বলে সংবাদ সূত্রে জানা গেছে।( ছবি সাংবাদিক সুদীপ শর্মার সৌজন্যে )
কোন মন্তব্য নেই