Header Ads

বরাক ভাষা আন্দোলনের প্রেক্ষাপট

বরাকের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট
প্রদীপ দত্তরায় 
১৯৬০ সালের ২৪ অক্টোবর অসম বিধানসভায় ভাষা আইন পাস হয়ে যায় । এর আগে শিলচরে যে ঐতিহাসিক ভাষা সম্মেলন হয়েছিল সেখানে বিভিন্ন জনগোষ্ঠী যে প্রস্তাব গ্রহণ করেছিল তাতে কর্ণপাত করা হয়নি। তৎকালীন অসমের পার্বত্য নেতৃবৃন্দের কোন প্রতিবাদ কেউ ভ্রুক্ষেপ করেনি বিধানসভার তৎকালীন সদস্যরা। ওইদিনই বিধানসভায় বিচ্ছিন্নতার বীজ বপন করা হয়ে যায়। অসমীয়া ভাষাকে রাজ্যের একমাত্র সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিয়ে আইন পাস হয়ে যায়। যে গোয়ালপাড়া জেলা পশ্চিমবঙ্গের অংশ ছিল তাকে অসমে এনে জুড়ে দেওয়া হয়েছে সেখানেও অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার পথ প্রশস্ত হয়ে যায়। পার্বত্য অঞ্চলের নেতারা শংকিত হয়ে পড়েন। এই অসমীয়া প্রভূত্ববাদের বিরুদ্ধে গারো পাহাড় , খাসি পাহাড় ,জয়ন্তিয়া পাহাড়, নাগা পাহাড় , মনিপুর , লুসাই পাহাড় ইত্যাদিতে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। সীমিত  পরিমাণ হলেও কার্বি  আংলং এবং উত্তর কাছার পার্বত্য অঞ্চলেও প্রতিবাদ ছড়িয়ে পড়ে। পার্বত্য জনজাতিদের মতামতকে উপেক্ষা করার এই সিদ্ধান্ত কেউ মেনে নিতে পারেননি। তৎকালীন অবিভক্ত কাছাড়ে এর ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কারণ কাছাড় সিলেটের মতোই বঙ্গপ্রদেশ থেকে অসমে সংযোজিত অংশ। এই অঞ্চলের মানুষ বাংলাভাষী ফলে একক অসমীয়া ভাষা নীতি এ অঞ্চলের মানুষ মেনে নিতে পারেননি। এই অঞ্চলেও অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়া হতে পারে এই আশঙ্কা থেকে ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.