Header Ads

সংক্রমণ আছে উদ্বেগ নেই

সংক্রমণ আছে, তবে উদ্বেগ নেই 

 রাজ্যে করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক না হলেও, দৈনিক দু'-একজন আক্রান্তের খবর মিলছে। তবে গত ক'দিন যে সব হাসপাতালে ভর্তি হওয়া করোনা আক্রান্ত রোগীদের অনেক বাড়ি ফিরছেন। সূত্রের খবর, রাজ্যে বর্তমানে প্রায় ২৫ জন মতো সক্রিয় কোভিড পজিটিভ রোগী আছেন। শুক্রবার হওড়ার বাসিন্দা ৫৩ বছরের এক প্রোঢ়া বুকে যন্ত্রণা এবং জ্বর-কাশি নিয়ে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হন। কোভিড পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল। ওই হাসপাতালে ভর্তি আরও দুই করোনা আক্রান্তের মধ্যে এক মহিলাকে আজ, শনিবার ছুটি দেওয়া হতে পারে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মহিলাকে এ দিন ছুটি দেওয়া হয়েছে। আক্রান্ত ন'মাসের শিশুটিকেও ক'দিনের মধ্যে ছুটি দেওয়া হতে পারে বলে খবর। খড়গপুর আইআইটির এক পড়ুয়ার পরে, মেদিনীপুর শহরের এক কিশোর করোনা আক্রান্ত হয়েছে। তাকে মেদিনীপুর মেডিক্যাল নিয়ে যাওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.