অসম সাহিত্য সভার প্রতিনিধিদলকে সম্বর্ধনা জানালো রেল শহরের বাংলা সাংস্কৃতিক সাহিত্য সভা
অমল গুপ্ত, ১৭ মে ,কোলকাতা: লা ম ডিং বাংলা সাহিত্য সাংস্কৃতিক সংস্থার সভাপতি অনিমেষ মজুমদার অসম সাহিত্য সভার প্রতিনিধি দল কে সম্বর্ধনা জানান। অসম সাহিত্য সভা এই প্রথম ১৯ মে বরাকের শহীদ দিবস উপলক্ষে শিলচর গেলেন।বাংলা ভাষা রক্ষার দাবিতে শিলচরে ১১ জন যুবক প্রাণ আহুতি দিয়েছিলেন। সেই ভাষা শহীদরা আজ পর্যন্ত উপযুক্ত মর্যাদা স্বীকৃতি পাইনি। বরাকের সমস্ত মানুষ শিলচর স্টেশন কে বাংলা ভাষা শহীদদের স্মরণে ভাষা শহীদ দিবস করার দাবিতে আন্দোলন জারি আছে। এবার অসমের মানুষের সর্ববৃহৎ সংস্থা অসম সাহিত্য সভার প্রতিনিধি রা বরাকের বাংলা ভাষার আবেগ কে স্পর্শ করতে পারবে।। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আন্তরিক ব্যক্তিগত উদ্যোগে এই সাহিত্য সভার বরাক সফর। মুখ্য মন্ত্রীর সম্মতিক্রমে এই প্রতিনিধি দল কি শিলচর স্টেশন কে ভাষা শহীদ হিসাবে ঘোষণা করবেন,?না তারা প্রাথমিক প্রস্তুতি চালিয়ে গুয়াহাটি ফিরবে । পরে মুখ্যমন্ত্রী স্বয়ং ভাষা শহীদ স্টেশন ঘোষণা করবেন বলে দিশ পূর থেকে অসমর্থিত সূত্রে জানা গেছে। ল্যাম ডিং সাহিত্য সাংস্কৃতিক সংস্থার সভাপতি অনিমেষ মজুমদার সাধারণ সম্পাদক রাজা দত্ত, সদস্য স্বপন দাস প্রমুখ দের সম্বর্ধনা পেয়ে অসম সাহিত্য সভা আপ্লুত ,খুশি।প্রসঙ্গত বরাকের ভাষা আন্দোলনে ল্যাম ডিং শহরের অবদান আছে। বিজন সিংহ ,একদিন ওখানে থাকা পরিতোষ পাল চৌধুরী প্রমুখ দের অবদান আছে।
কোন মন্তব্য নেই