Header Ads

অসমের রেল শহর লমডিংয়ে বিহু উৎসব শুরু

স্বপন দাস (লামডিং)
লামডিং বিবেকানন্দ রেলওয়ে খেলার মাঠে আজ থেকে দুদিনব্যাপী কর্মসূচির মাধ্যমে ৫৫তম বার্ষিক সর্বজনীন রঙালী বিহু সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে।
সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সম্মিলনের সভাপতি শ্রী প্রদীপ চন্দ্র শর্মা।

প্রথম দিনটিতে নানা ঐতিহ্যবাহী খেলাধুলা বিহু কুয়োরি প্রতিযোগিতা ও আনন্দের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকল জাতি, ধর্ম ও বর্ণের মানুষ একতার আলোয় এই বিহু উৎসবে অংশগ্রহণ করেছেন।

সন্ধ্যার সময় স্থানীয় শিল্পীদের দ্বারা সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার আমন্ত্রিত বিশেষ শিল্পী রঞ্জিত গগৈ ও তাঁর দল বিহু নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন।
জনপ্রিয় কণ্ঠশিল্পী সুরাসনা দত্ত-এর সুরেলা কণ্ঠে সংগীত পরিবেশনার মাধ্যমে বিহুর আনন্দ আরও রঙিন হয়ে উঠবে।অনুষ্ঠানে লামডিংএর বহু বিহু প্রেমি মানুষ উপস্হিত থাকেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.