
অমল গুপ্ত ,কোলকাতা ২৭ এপ্রিল : কাশ্মীরে শত্রুদের সঙ্গে লড়াই করতে গিয়ে প্রাণ হারান বাংলার নদিয়া জেলার বাসিন্দা সেনা বাহিনীর কমান্ড ঝন্টু আলী শেখ।দাদা ফখরুল ও সেনা বিভাগে কাজ করেন।তিনি ভাই ঝন্টু র মরদেহ কাঁধে নিয়ে বহন করেন। বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী শহীদ এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এসে বলেন দেশের জন্যে প্রাণ আহুতি দিচ্ছে হিন্দু মুসলিম সেনা বিভাজন নেই। সংঘবদ্ধ ভাবে লড়াই করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া বার্তা পর কাশ্মীর পাক সীমান্ত কুলগ্রাম, কুপাওয়ার,ফুলওয়ামা গনিযা ইত্যাদি গ্রামে সন্ত্রাসবাদীদের ,৯ টি বাড়ি বুলডোজার চালিয়ে ধংস করা হয়। বড় লজ্জার কথা পাকিস্থানের রাজনীতিক নেতারা দাবি করছেন তাদের সমর্থক কংগ্রেস ,বামপন্থী দল পাকিস্থানের পাশে আছেl এমন দাবিও করা হচ্ছে। পাকিস্থানের প্রধান মন্ত্রী শাহবাজ শরীফ , ভারতের বিরুদ্ধে কুৎসা প্রচার করছেবলেন কাশ্মীর তাদের গলার শিরা উপশিরা । পহেলাগাঁও ঘটনা নাকি ভারতের সৃষ্টি। দাদা ফখরুল বলেন ভারতীয় সেনার জাত ধর্ম হয় না তারা ভারতীয়।দেশের জন্যে করছে। অসমে ত্রিপুরা তে বাংলদেশে নাগরিক কে গ্রেফতার করা হয়েছে।গুজরাটের সুরাতে হাজার বাংলদেশে নাগরিক কে গ্রেফতার করে বাংলদেশে পাঠানোর তোড়জোড় চলছে।
( ছবি আনন্দবাজারের সৌজন্যে )
কোন মন্তব্য নেই