অক্ষয় থাক আনন্দ তোমার অক্ষয় থাক হাসি,অক্ষয় থাক হৃদয়ের মাঝে ভালোবাসা রাশি রাশি ।অক্ষয় থাক সুন্দর মনঅক্ষয় থাক শক্তি ,অক্ষয় থাক শৌর্য তোমার অক্ষয় থাক ভক্তি ।অক্ষয় হোক সাফল্যের পথমুছে দিয়ে যত ক্লান্তি,অক্ষয় থাক সুখ অনুভূতিঅক্ষয় থাক শান্তি ।।শুভ অক্ষয় তৃতীয়া
কোন মন্তব্য নেই