Header Ads

অশনি সংকেত ,দেবালয় অস্থির হয়ে উঠবে

ভবিষ্য মালিকা গ্রন্থের ভবিষ্যতবাণী সত্য হল !🥹🥲

"যবে পতাকা পতনে বাজে শঙ্খ,
ঈগল নেয় লুপ্ত ধ্বজা ভঙ্গ,
দেবালয়ে অস্থির হয় বায়ু,
বিশ্বে চলিবে ক্রান্তিকালু ।"

এই শ্লোক অনুযায়ী, পতাকা পতনের সময় যদি ঈগল পবিত্র ধ্বজা (পতাকা), নিয়ে যায় এবং বাতাস অস্থির হয়ে ওঠে, তবে তা সারা বিশ্বের জন্য সংকটের পূর্বাভাস দেয় । এটা একপ্রকার বৈশ্বিক অশুভ সময় বা চ্যালেঞ্জিং পিরিয়ড শুরুর দিক চিহ্ন ।

ওড়িশার পুরীর শ্রীজগন্নাথ মন্দিরে এই দৃশ্য উপস্থিত সকল ভক্ত এবং সেবায়েতরা এই ঘটনাকে খুবই অলৌকিক এবং অশুভ সংকেত হিসেবে দেখছেন । তবে এটা নিশ্চিত যে বিশ্বজুড়ে এক কঠিন সময়ের সূচনা হতে চলেছে ।
জয় জগন্নাথ রক্ষা করো 🙁☹️😔😔

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.