ফিরে এলেও সুনিতা উইলিয়ামস কে কঠিন পরিস্থিতি মুখমুখী হতে হবে
নয়া ঠাহর , অমল গুপ্ত ১৮ ,১৯ মার্চ বুধবার, ,গুয়াহাটি : মাত্র ৮দিনের জন্যে মহাকাশে নানা পরীক্ষার জন্যে আমেরিকার নাসার বিজ্ঞানী সুনিতা এক পুরুষ সঙ্গীকে নিয়ে মহাকাশ স্টেশন গিয়েছিলেন। আজ ৮ মাস পরেও স্পেস সেন্টারে আবদ্ধ হয়ে পড়ে ছিল।শেষ পর্যন্ত নাসা বার বার ব্যার্থ হওয়ার পর মহাকাশযান পাঠিয়েছে। ওখানে গিয়ে আবদ্ধ দুই মহাকাশ যাত্রীর সঙ্গে হাত মিলিয়েছে। এবার ফিরে আসার সব অত্যাধুনিক প্রক্রিয়া শুরু হয়েছে। বারবার বাধা আসছে। বিস্ফোরণ ঘটেছে তার পরও বুস্টার অক্ষত আছে। সুনিতা দের পৃথিবীতে ফেরার দিকে বিশ্ববাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। সুনিতা সঙ্গীকে নিয়ে মাটি স্পর্শ করার আগে নাসা র ৪৭ জন বিজ্ঞানীকে ছাঁটাই করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংবাদ সূত্রে জানা গেছে। সুনিতা শারীরিকভাবে দুর্বল হয়ে গেছেন।ভারতীয় বংশোদ্ভুত নারী সুনিতা পৃথিবীতে ফিরে এলে নানা রোগে আক্রান্ত হতে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্খা করছেন। সুনিতা কয়েক কোটি টাকা পুরস্কার পাবেন বলে ধারণা করা হলেও এখন বলা হচ্ছে।নাসার বিজ্ঞানী যথোপযুক্ত সম্মাননা পাবেন না।
ঘরে ফেরার কাউন্ট ডাওন শুরু হয়ে গেছে।একদিন আগেই সুনিতা পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে। সুনিতা উইলিয়াম, বুচ্ উইল মোর একসঙ্গে পাশে বসেই আগামী সোমবারের মধ্যে পৃথিবীর মাটি স্পর্শ করবে। ফেরার আগে সুনিতা বলেছেন "পৃথিবীর জন্যে আর কান্নার কেউ থাকবে না।" প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি সুনিতা কে আগাম আমন্ত্রণ বার্তা পাঠিয়ে লিখেছেন ভারত "কন্যা তুমি এখন বহুদূরে অবস্থান করলেও আমাদের হৃদয়ের অনেক কাছে আছো।"এলন মাস্ক এর মহাকাশ ফেরি স্পেস স্টেশন পৌঁছিয়ে সুনিতা আর বুচ উইলমো কে জড়িয়ে ধরেন। নাসার বিজ্ঞানীদের সঙ্গে ফিরছেন মহাকাশে আটকে পড়া সুনিতা ।পৃথিবী বাসী অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।মঙ্গলবারের মধ্যে মাটি স্পর্শ করবে। ২৮৬ দিন পর সুনীতারা চার চার টি প্যারাসুট থেকে সাগরে নামলেন।এত যন্ত্রণার পর ও হাসিমুখ ছিল। ভোর ৪,২৩ মিনিটে ।মাটি স্পর্শ করেন।তাদের দুজনকে স্ট্রেচারে নামানো হয়। ৯ মাস আবদ্ধ থাকার পর ফিরলেন ভারত কন্যা সুনিতা আর বুচ উইলম র।আটলান্টিক মহাসাগরে নেমেছেন দুই মহাকাশ যাত্রী। তাদের দুজনের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সময় লাগবে।বিভিন্ন পরীক্ষার মধ্যে আসতে হবে। প্যাকেট বন্দি খাবার ট্যাবলেট আকারে ,দুধের মত পাউডার করে নিয়ন্ত্রিত জল মিশিয়ে যাচ্ছিলেন দুজন। শরীর ভেঙে গেছে তবে মন শক্ত বলে দাবি করেছেন। এর আগে কল্পনা চাওলা , রাকেশ শর্মা মহাকাশ t গিয়েছিলেন। তারা সুস্থ আছেন। সুনিতার ব্যাগে নাকি ভাগবত গীতা আর গণেশের মূর্তি পাওয়া গেছে। যদিও সরকারিভাবে স্বীকৃতি পাওয়া যায়নি।ড্রাগন ক্যাপসুল থেকে সুনিতার হাসিমুখে বেরিয়ে আসেন।
কোন মন্তব্য নেই