Header Ads

শেষ অপরেশন জাফর এক্সপ্রেস

শেষ অপারেশন জাফর এক্সপ্রেস 

 অবশেষে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের জঙ্গিদের হাতে আটক জাফর এক্সপ্রেসের দখল নিল সেনা। পাক সেনার তরফে জানানো হয়েছে ওই ট্রেন থেকে সব পণবন্দিকে উদ্ধার করা হয়েছে। নিহত হয়েছে ৩৩ জন জঙ্গি। মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের দখল নেয় বালোচ জঙ্গি সংগঠন বোলোচ লিবারেশন আর্মি। মঙ্গলবার বিকেলে ট্রেন ছিনতাইয়ের পরে নারী শিশু ও বয়স্ক যাত্রীদের নেমে যেতে বলে তারা। ছাড় দেয় বালুচিস্থানের  বাসিন্দাদের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.