Header Ads

সুনিতা উইলিয়ামস ,বুচ উইলমর ১০ মাস ফিরে আসছেন?

অমল গুপ্ত ,গুয়াহাটি :১৭ মার্চ: স্পেস স্টেশন  এ ১০ মাস আবদ্ধ থাকার পর ভারতীয় বংশদ্ভুত সুনিতা  উইলিয়ামস আর সঙ্গী বুচ উইলমোর ফিরে আসছেন? সারা বিশ্ব তাকিয়ে আছে।তাদের মাটির পৃথিবীতে ফিরিয়ে আনার জন্যে   মহাকাশ চন্দ্র রওনা হয়েছে ।। অনাহারে, অনিদ্রা,  যন্ত্রনা নিয়ে  নানা প্রতিকূলতার   নিয়েও বেঁচে আছেন সুনিতারা। যান্ত্রিক উপায়ে  নিজের প্রস্রাব  কে পানীয় জল  করে  ,  কৃত্রিম  ট্যাবলেট জাতীয় খাদ্য খেয়ে  খেয়ে কোনরকমে বেঁচে আছেন দুই মকাশচারি। বার বার অত্যাধুনিক প্রযুক্তি ব্যার্থ হচ্ছে।অবশেষে  সফল ভাবে দুইজনকে পৃথিবীতে আনতে মহাকাশযান রওনা হয়েছে।অপেক্ষার অবসান হতে চলেছে। দাবি করা  হয়েছে   গ্যাস লিক এর জন্যে এই ঘটনা ঘটেছে বলে নাসার দাবি। স্বামী মাইকেল কে রেখে সুনিতা  ১০ মাস আগে মহাকাশে  যান।৮ দিনের জন্যে মহাকাশ গিয়ে   প্রায় ১০ মাস আটকে গেছেন সুনিতা । পৃথিবীর মাটিতে ফিরলেও ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হবে  সুনিতা আর  পুরুষ সঙ্গী বুচ উইলমোর কে।শরীর স্বাস্থ্য  ৭০ শতাংশ ভেঙে পড়েছে।  ১৯ মার্চ ফিরে আসার কথা আছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.