Header Ads

পরিক্ষা পে চর্চা বাজেট ৬৫ কোটি টাকা বরাদ্দ

পরীক্ষা পে চর্চা'য় ৬৪.৩৮ কোটি, মেধা সন্ধ্যানে টাকা কম

 প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চা-র খরচ তিন থেকে পাঁচ গুণ বেড়েছে। কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের খুঁজে তাঁদের আর্থিক সাহায্য করার জন্য ন্যাশনাল সার্চ পরীক্ষার জন্য খরচ কমিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। আজ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকই এই তথ্য সংসদে দিয়েছে।
  প্রতি বছরই জানুয়ারিতে পরীক্ষা পে চর্চা -য় মোদী কীভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে চাপ সামলাতে হবে তা নিয়ে স্কুলের পড়ুয়াদের সামনে। মোদির আত্মপ্রচারের কোশল। আজ শিক্ষা মন্ত্রক লোকসভায় জানিয়েছে গত পাঁচ বছরে পরীক্ষা পে চর্চা-য় মোট ৬৪.৩৮ কোটি টাকা খরচ হয়েছে। ২০২০-তে এই অনুষ্ঠানে খরচ হয়েছিল ৬.৬১ কোটি টাকা। লোকসভা ভোটের আগের বছর ২০২৩-এ প্রধানমন্ত্রীর অনুষ্ঠান আয়োজন করতে শিক্ষা মন্ত্রক ২৭.৭০ কোটি টাকা ব্যয় করেছে- একেবারে পাঁচ গুণের বেশি অর্থ। ২০২৩-এ লোকসভা ভোটের বছরে জানুয়ারিতে এই অনুষ্ঠানে খরচ হয়েছে ১৬.৮৩ কোটি টাকা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.