, উত্তরাখন্ডে বদ্রিনাথ এ ব্যাপক তুষার ধস ,হিমবাহ বরফ দ্রুত গলছে
অমল গুপ্ত ,কোলকাতা : দ্রুত হিমবাহ গলছে ,হিমবাহ গলার দ্রুত প্রভাব পড়ছে বদ্রিনাথ সংস্কার বাধা প্রচ্ছদ তুষার ঝড় ,বরফের ধস ফলে ৮ টি কন্টেনার মধ্যে ৫৮ জন শ্রমিক আবদ্ধ হয়ে পড়ে ।সেনাবাহিনী উদ্ধার কার্য নেমেছে। চামেলী জেলা তে ও হিমবাহ গলার প্রভাব পড়ছে উত্তরাখন্ড এর বদ্রি নাথ কেদার নাথ ইত্যাদি ধর্ম স্থান গুলি বরফ প্রকৃতি ধ্বংস করছে। ব্যাপক হারে সবুজ ধংস নির্মাণের নামে প্রকৃতি ধংস। উত্তর মেরু দ্রুত গলছে। অপর দিকে ভারতে পানীয় জলের তীব্র সংকট শুরু হয়েছে। আসানসোল ,কোলকাতা সংকট শুরু হয়েছে।মার্চ মাসের মধ্যেই কলকাতা জল সংকট শুরু হয়েছে।সঙ্গে সবুজ ধংস তো চলছেই। কলকাতা আশে পাশে দেখলাম অধিকাংশ জলাশয়ে ভরাট করা হচ্ছে।প্রশাসন নীরব। বহুতল বাড়ি হচ্ছে নিয়ম নীতি বালাই নেই। কলকাতা গিয়ে দেখলাম লাল কাপড়ে বাঁধা হাঁড়িতে বিরিয়ানি ,মদ আর মাংসে কলকাতা ডুবে আছে। খাদ্যাভ্যাস পরিবেশ কে দূষিত করছে। রাসায়নিক ইনজেকশন দেওয়া. ছাগল মুরগি মোটেই স্বাস্থ্যসম্মত নয়। আর । বিশুদ্ধ জল তো সোনার পাথর বাটি কোথাও পাওয়া যাবে না। চেন্নাই এর পাহাড় নদী জঙ্গল শুকিয়ে যাচ্ছে। ভারতের ৪৫ নদী দূষিত।তার মধ্যে গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র আছে। এই মার্চ মাসের শুরু থেকে দেশের বৃহৎ অংশ জল সংকট শুরু হয়ে গেছে।মানুষ পরিবেশ সচেতন নয়। জল অপচয় করে ,গাছ লাগাই না গাছ কাটে। সবুজ ধংস চলছে। জলের উৎস স্থান গুলি নির্মাণের ফলে জল প্রবাহে বাধা সৃষ্টি হয়েছে। উত্তর বঙ্গে দেখেছি হাতিদের যাতায়াতের জঙ্গলের পথ গুলি আটকে নির্মাণ কাজ চলছে। অসমের গোলাঘাট জেলার নমলিগর এ তেল প্রকল্প আশপাশ বুনো হাতিদের করিডর। নির্মাণ চলছে। দেশে জল জঙ্গল জলাশয় কিছুই নিরাপদ নয়।পরিবেশ জলাশয় সব দূষিত হচ্ছে। আজ ১মার্চ বদ্রি নাথ সহ হিমাচল প্রদেশের মান্ডি, কুলু , সাম্বা ,কাঁকড়া মানালি প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে। সঙ্গে তুষার পাত। পুরো জেলা বিপর্যস্ত।
কোন মন্তব্য নেই