অসমে আবার প্রধান মন্ত্রী যাবেন ,শিল্প মেলা উন্মোচন করবেন, বাংলায় বিশ্ব শিল্প মেলা ৪০ দেশ
নয়া ঠাহর, অমল গুপ্ত ,কোলকাতা : দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি আবার অসম সফরে যাবেন।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।বিদেশ মন্ত্রী এস জয় শংকর , অর্থ মন্ত্রী নির্মলা সীতারাম ন সঙ্গে সাক্ষাতের পর দিল্লী থেকে একসূত্রে প্রধান মন্ত্রীর অসম সফরের কথা জানা গেছে।অসম আগামী ২৫,২৬ ফেব্রুয়ারি অসম এডবেন্টেজ শীর্ষক শিল্প মেলা অনুষ্ঠিত হবে। বিশ্বের ১২ টি দেশ এই মেলায় যোগ দেবে
প্রধান মন্ত্রী তার আগে আমেরিকা যাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গে বৈঠক করতে।পশ্চিমবঙ্গের তৃনমূল সরকার এর মধ্যে বিশ্ব শিল্প সন্মেলনে করছে। বিশ্বের ৪০ টি দেশের ২০০ প্রতিনিধি উপস্থিত থাকবে। আম্বানি ,আদানি সহ বড় বড় শিল্প গোষ্ঠী উপস্থিত থাকবে বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই