Header Ads

হরিণঘাটা ,বোলপুর, কলকাতা ,নন্দীগ্রামে সরস্বতী পুজো তে বাধ্য সংসদে সরব সৌমিত্র

নয়া ঠাহর ,কোলকাতা ,কোলকাতা মুখ্যমন্ত্রীর কলেজ যোগেশ চন্দ্র  চৌধুরী  কলেজে পুলিশ হেফাজতে সরস্বতী পুজো হচ্ছে। হরিণঘাটা ,বোলপুর ,নন্দীগ্রাম  ইত্যাদি অঞ্চলে সরস্বতী পুজোতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।  বিজেপি  সাংসদ  সৌমিত্র খান সংসদে  বাংলায় বসন্ত পঞ্চমী আরাধনায়  তৃনমূল সরকারের বাধা দানের অভিযোগ করলেন। তৃনমূল সাংসদ রা চুপ । কলকাতা যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের  ছাত্রীরা টিভি ক্যামেরার সামনে   অভিযোগ করেন দুষ্কৃতী বা ধর্ষনের হুমকি দিচ্ছে। বিজেপি বিরোধী দলপতি শুভেন্দু অধিকারী অভিযোগ করেন রাজ্যে হিন্দু   সনাতনী বা সরস্বতী পুজো করতে পারছে না। উত্তরবঙ্গে খরিবাড়ি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়  সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি। স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েছে। দিনহাটা ,নদীয়ার চোপড়া  হুগলি জেলাতে পূজায় বাধা দেওয়া হয়েছে। বাংলদেশে চট্রগ্রাম সহ বহু জেলাতে লাগাতার সরস্বতী মূর্তি ভাঙ্গা অগ্নিসংযোগ অব্যাহত  ইউনিস সরকার নীরব।বরঞ্চ উস্কানি দিচ্ছে 
ঢাকা  বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ৭৩ টি সরস্বতী পুজো হচ্ছে। এবার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.