কুম্ভ মেলা সারা দেশের লাখ লাখ হিন্দু সনাতন ধর্মীয় মানুষ আজ কুম্ভ মেলা তে সামিল হয়েছে
নয়া ঠাহর , কোলকাতা ১৪০ বছর পর প্রযাগ রাজে কুম্ভ মেলা লাখ লাখ মানুষ সামিল হয়েছে। আজ ভোর রাতে মকর সংক্রান্তি পূর্ণ স্নান ৫০ লাখ ভক্ত ত্রিবেণী সঙ্গমে স্নান করবে। বাইরের তীর্থ যাত্রীদের জন্যে কয়েকহাজার তাঁবু ব্যাবস্থা করেছে
এদিকে পশ্চিমবঙ্গে সাগর দ্বীপে গঙ্গা স্নান জন্যে কয়েক লাখ পর্যটক উপস্থিত হয়েছে।ভোর রাতে গঙ্গা শাহি স্নান করবেন।তীর্থযাত্রীদের মাথায় হেলিকপ্টার করে গোলাপ ফুল ছড়ানো হয়েছে। আজ ভোর রাতে হঠাৎ কুম্ভ মেলা প্রাঙ্গণের ২৬০ টি তাঁবু পুড়ে গেছে। গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে বলে সন্দহ করা হচ্ছে। হতাহতের খবর নেই।
কোন মন্তব্য নেই