মুর্শিদাবাদ জেলার নওদা,রিহারপাড়া বিধানসভা কেন্দ্র তে জঙ্গি যোগ
নয়া ঠাহর, সংবাদদাতা ,কোলকাতা :শেষ পর্যন্ত ৭০ শতাংশ মুসলিম জনগোষ্ঠির মুর্শিদাবাদ জেলার কান্দি নওদাএবং হরিহরপাড়া বিধানসভা কেন্দ্র ভোটার মহম্মদ শাদ রাডি ওরফে সাব শেখ র নাম আছে। আলকায়দা বিশ্ব ত্রাস আনসা রুল্লা বাংলা টিমের মেম্বার ভুয়ো পাসপোর্ট দিয়ে রেশন কার্ড তৈরি করে। ২২ ডিসেম্বর আনন্দ বাজার পত্রিকায় এই চাঞ্চল্য কর খবর প্রকাশিত হয়েছে। হরিহারপাড়া বিধানসভা কেন্দ্র ভোটার আব্বাস আলি মুর্শিদাবাদ জেলাতে এক মাদ্রাসা খুলে ভারত বিরোধী কাজে লিপ্ত ছিল। ৭০ জন স্লিপার সেল জঙ্গি দের সঙ্গে এক আপ তৈরি করে যোগাযোগ রাখা হত। এবিপি আনন্দ সূত্রে জানা গেছে।এবিপি আনন্দ দাবি করেছে জঙ্গি মহম্মদ শাদ রাদির বনাম জেলার নওদা ও হারিহরপাড়া জায়গায় ভোটার তালিকাতে নাম আছে।








কোন মন্তব্য নেই