Header Ads

বাংলদেশে নাটোরে পুরোহিত খুন ,ময়মনসিংহে মৌলবাদীদের তান্ডব

অমল গুপ্ত, ২২ ডিসেম্বর ,কোলকাতা :  বাংলদেশে আলু পেঁয়াজ নেই, ব্যবসা লাটে উঠেছে ,ওরা আবার কলকাতা দখল করবে।পাকিস্থানের আনবিক বোমা  ভারতে ফেলবে।দিল্লী দখল করবে।সেই  বাংলদেশে  আবার হিন্দু মন্দির ধ্বংস শুরু হয়েছে।গত ২১ ডিসেম্বর নাটোরের পুরোহিত কে নৃশংস ভাবে  হত্যা করা হয়েছে। ময়মন সিংহ  ৮টি  মন্দির ভেঙে চুরমার করার অভিযোগ এসেছে।   ইসকন ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস  দাস তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করে বলেন এবার তদারকী সরকার বন্ধ করুক এই তান্ডব।অনেক হয়েছে। নাটোরে শ্মশানে  পুরোহিত কে হাত পা বেঁধে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।  বাংলদেশে দিনাজপুরে মন্দির ভাঙ্গার অভিযোগ এসেছে। I ইসকনের গভর্ণিং বডি সদস্য গৌরাঙ্গ   দাস অবিলম্বে হিন্দু, বৌদ্ধ  নির্যাতন বন্ধের দাবি জানান রামজনম ভূমির প্রধান আচার্য  আচার্য সত্যেন্দ্র দাস   অবিলম্বে হিন্দু নির্যাতন বন্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বিএনপি নেতারা ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি জানিয়েছে।  বিএনপি নেতা ভারতের  n










কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.