Header Ads

বাংলদেশে হিন্দু নির্যাতন অব্যাহত, ইউনিস সরকার নীরব ,পশ্চিমবঙ্গে প্রতিবাদ নেই ,লন্ডনে প্রতিবাদ হচ্ছে

অমল গুপ্ত  ,  কোলকাতা :বিনাবিচারে ইসকনের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ চট্রগ্রামের জেলে বন্দি,। সেদেশে হিন্দু নির্যাতন চলছেই  ।জামিনের আবেদন করা আইনজীবীদের মৌলবাদীরা হুমকি দিয়েছে  এক আইনজীবীকে মারধর করা হয়েছে।।ভারতের  আবেদন কে পাত্তাই দিচ্ছে না জামাত ,জেহাদি মৌলবাদীরা।মহাম্মদ ইউনূস নিয়ন্ত্রণ করতে পারছেন না।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আজ আবার সেদেশে হিন্দু নির্যাতন অবিলম্বে বন্ধের কড়া বার্তা দিয়েছেন।তারপরেও উন্নতি হয়নি।ইসকন ভক্ত এক যুবতী প্রাণ ভয়ে এদেশে আশ্রয় নিয়েছেন। আজ মুখ্যমন্ত্রী  দিঘা তে এক বিশাল জগন্নাথ মন্দির পরিদর্শন করেন।২৫০ কোটি টাকার এই মন্দির আগামী অক্ষয়  তৃতীয়াতে  ,৩০ এপ্রিল উন্মোচন করা হবে।আজ মুখ্যমন্ত্রী পাশে ছিলেন  ইসকনের  ভাইস প্রেসিডেন্ট  রাধারমন দাস । বাংলাদেশের লুট হয়ে যাওয়া  অস্ত্র শস্ত্র উদ্ধার করা হচ্ছে। জামাত  মৌলবাদীরা ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে চাই বলে অভিযোগ উঠেছে। ঢাকা থেকে এক পুলিশ অফিসার আর  বাংলা কাছে অভিযোগ করেন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.