বিজয় দিবস বাংলদেশে
বিজয় দিবস'-এ হাসিনার নিশানায় ইউনূস
রাত পোহালেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিজয় দিবস। সেই উপলক্ষে দেশবাসীর উদ্দেশে বিবৃতিতে দেশছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি বিন্দুমাত্র সংবেদনশীলতা নেই মুহাম্মদ ইউনূস সরকারের। তারা পারলে ভিন্ন বয়ান উপস্থাপন করে জাতীয় জীবনের সর্বক্ষেত্র থেকে মহান মুক্তিযুদ্ধের চিহ্ন মুছে ফেলত। আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা ইউনূস সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বলেছেন এই সরকার গণতান্ত্রিক ভাবে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি তাদের কোনও দায়বদ্ধতা নেই। তাদের প্রধান লক্ষ্য মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে বিষোদ্গার করা এবং তাদের কন্ঠরোধ করা। বিপরীত তারা স্বাধীনতা-বিরোধী উগ্ৰ-সাম্প্রদায়িক শক্তিকে মদত দিয়ে যাচ্ছে।
হাসিনা বলেছেন মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল শোষণ-বঞ্জনামুক্ত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সোনার বাংলা গঠন করা। তাঁর পিতা শেখ মুজিবুর রহমান যখন সেই কঠিন কাজ এগিয়ে নিয়ে যেতে এলেন পরিবার-সহ হত্যা করা হল তাঁকে। সরকারের অন্য প্রধান চার নেতাকে জেলের মধ্যে গুলি করে হত্যা করা হল। স্বাধীনতা- বিরোধীদের এই সব কাজের একমাত্র উদ্দেশ্য ছিল বাংলাদেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়া। হাসিনা লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা পর থেমে যায় বাংলাদেশের অগ্রযাত্রা। শুরু হয় হত্যা ক্যু আর ষড়যন্ত্রের রাজনীতি। ঘাতক এবং তাদের দোসররা ইতিহাসের এই জঘন্যতম হত্যাকাণ্ডের বিচারের পথ রুদ্ধ করতে জারি করে ইনডেমনিটি অধ্যাদেশ।








কোন মন্তব্য নেই