বড় দিনে বড় খবর ঝড় আসছে
অমল গুপ্ত ,কান্দি জেলরোড ,মুর্শিদাবাদ: আগামী ২৫ ডিসেম্বর বড় দিন যীশুর জন্ম বছর বড় দিন হিসাবে বিশ্বে সমাদৃত। সেই পবিত্র দিনেই কান্দি শহরের বিখ্যাত শিল্পী সাংস্কৃতিক গোষ্ঠী "ঝড় " গোষ্ঠীর নাটক শুরু হবে। সারা বাংলা নাটক গোষ্ঠী এই উৎসবে সামিল হবে। ঝড় সাংস্কৃতিক গোষ্ঠীর প্রাণ পুরুষ সমাজ সেবি পঞ্চানন দাস এবারও মাঠে নেমেছেন।নানা প্রতিকূল আর্থিক পরিস্থিতিতে পঞ্চানন বাবু অনড়, এই উৎসবকে সার্বিক ভাবে সফল করার সব চেষ্টা অব্যাহত রেখেছেন। এই গোষ্ঠীর অন্যতম সদস্য যুগল প্রসাদ আজ জানান ঝড় গোষ্ঠীর নাটক উৎসব ২৭ বছরে পা দিল। ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। কান্দি রমেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটরিয়াম এ প্রতিদিন সন্ধ্যা ৬ টা শুরু হবে। ২৫ ডিসেম্বর সূচনা দিনে বিকাল চারটায় সফদর হাসমি বেদী মূলে স্মৃতি তর্পণ করে উৎসবের শুভ সূচনা হবে।








কোন মন্তব্য নেই