দেশে এক ভোট এক দেশ বিল পাশ
নয়া ঠাহর ,কোলকাতা : দেশে এক ভোট বিল পাশ হয়ে গেল। আজ সংসদে বিরোধীদের তীব্র প্রতিবাদের মধ্যে ভোটাভুটি হলে সরকার ২৬৯ ভোটে পেয়ে জয়লাভ করে।বিরোধীদের পক্ষে ভোট পড়ে ১৯৮ টি ভোট।ইভিএম এ ভোটাভুটি হয়।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , এই বিলের তীব্র বিরোধিতা করে বলেন দেশের যুক্তরাষ্ট্র কাঠামো কে ধ্বংস করা হচ্ছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও একই অভিযোগ করেন।অভিযোগ করেন কেন্দ্র সংবিধান পাল্টিয়ে দেওয়া হচ্ছে। অন্যান্য বিরোধী দল অভিযোগ করে দেশের যুক্ত রাষ্ট্রীয় কাঠামো ভেঙে ফেলা হচ্ছে।কেন্দ্রীয় সরকারের যুক্তি দেশের আর্থিক অবস্থা ভাল নয়। দেশে লোকসভার বিধানসভার ভোট একসঙ্গে হলে খরচ অনেক কম হবে। এই টাকায় দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।








কোন মন্তব্য নেই