ভাগীরথী নদী থেকেই এবার যাওয়া যাবে হাজারদুয়ারি প্যালেস, ওয়াসিফ মঞ্জিল। ক্রুজে কফির কাপে চুমুক দিতে দিতে উপভোগ করা যাবে মনোরম সূর্যাস্ত। মুর্শিদাবাদের পর্যটনের মুকুটে নতুন পালক রিভার ক্রুজ। ২৫ ডিসেম্বর বড়দিনের সকালে উদ্বোধন হল জলধারা ক্রুজ। উদ্বোধন করলেন মুর্শিদাবাদের জেলা শাসক রাজর্ষি মিত্রা। ছিলেন সরকারি আধিকারিকরা।
জলধারা ক্রুজের রুট- বহরমপুরের কে এন কলেজ ঘাট থেকে ওয়াসিফ মঞ্জিল এবং ফিরে কে এন কলেজ ঘাটে আসবে।
দুটি শিফট রাখা হয়েছে-সকাল ১০ টা থেকে দুপুর ২ টো। এবং বিকেল ৩ টে থেকে সন্ধ্যে ৭ টা।
ভাড়া কতো?
৪ ঘন্টার জন্য ভাড়া ৬ হাজার টাকা। লঞ্চের যাত্রী ধারন ক্ষমতা-সর্বোচ্ছ ৩০ জন। বুকিং এর ক্ষেত্রে বহরমপুর এসডিও অফিস তদারকি করবে।








কোন মন্তব্য নেই